(লেখক-কবি দীপন ভাইকে)
বিবেকের জানালায় আজ মরচে পড়ে গেছে!
আত্ংকের দিনে আবছা আলোয় দেখা,
কাচের জানালায় জ্ং ধরা পেরেক
নড়বড়ে ধূলো মাখা গ্লাস,
কোন এক অদ্ভুত বালকের কচি হাতের দাগ
আস্প্ষ্ট ভুল বানানে লেখা 'অন্ধ বিবেক'!
বদ্ধ ঘরের বাইরে নির্যাতনের আর্তচিত্কারে
ভয়ার্ত চোখ কচি দাগের ফাঁকে দেখে
নিগৃহীত মানুষের কান্না! বেঁচে থাকার জন্য নয়!
কেবলই একটি কলমের জন্য
একটি সুন্দর সময়ের জন্য
একটি কবিতার জন্য
এব্ং
একটি সুস্থ বিবেকের জন্য।
নির্লজ্জ বিবেক কপাট বন্ধের নিরিক্ষে
মুখ লুকায় স্বার্থপরতার ঘোলা জলে!
কবিতার টেবিলে ভায়াগ্রার জলোচ্ছাস
দোল দেয় বিবেক লুন্ঠনে!
প্রতিবাদহীন আমার আমিত্বে,
ধূয়া তুলসী পাতায় অপেক্ষমান
আরও একটি অর্তচিত্কারের সন্ধানে!
এমন জীবনের অর্থ কি?
যদি না ঝরে কলমে আগুন,
ধর্মান্ধের চিতায় যদি না জ্বলে আগুন!
১১/০১/২০১৫