দিনের আলোয় বাস্তবতার খোলসে,
দগ্ধ মনের সীমা রেখায় এঁকে দেয়
কঠিন শাসনের আয়ু রেখা!
অতিক্রমের নিষেধ বাঁধ ভাঙ্গে কখনো-
পেছনে ফেলে আসা রোমাঞ্চিত ক্ষণ
শৈশবের জল রঙ্গে আঁকা ক্যানভাস,
কিশোরীর লুকানো হাসি
পদ্মা পাড়ের পড়ন্ত বিকেল
এব্ং
অবশেষে সন্ধ্যের শুভদৃষ্টি ।

বোশেখের উড়ন্ত বাতাসে ছুটে চলা ঘুড়ি,
রোমাঞ্চের বারতা আসে নিয়ে-
এক টুকরো চিরকুটে মুগ্ধতার প্রতিচ্ছবি
ভুলিয়ে দেয়  উষ্ণতার অতীত!
অগ্রানের ঝরা পতায় আগুনের সঙ্গোপন
ভষ্মের আদলে রং বদলায়-
ভালোবাসার ঋতুচক্র!

১০/১০/২০১৫