(প্রয়াত ফাঃ বকুল রোজারিওকে)
নিঃশব্দ, নিস্তব্ধ ভূমিষ্ঠ কচি মননে;
উচ্ছ্বসিত পুলক মাতৃ চিত্ত নয়নে
তব এ যাত্রার যুগে সামিল ভূবনে
জ্বালো জ্বালো আলোক শিখা উর্ধ্ব গগনে।।
শুভ্র বেশে সন্যাস-কৌমার্য কর্ম ক্ষণে;
প্রভুর বাণী-ধ্যান গীত আরাধনায়,
ছিলে অবিচল জ্ঞান-দানে কচি প্রাণে,
বিদ্যাপিঠে সুনীল-শান্ত-শুদ্ধ গঙ্গায়।।
ময়মনসিংহের নব নটর ডেমে;
আগামী দিনের স্বপ্ন কণা বক্ষে লয়ে
করেছিলে রোপন বীজ সবুজ ভূমে
তোমারই স্বপ্ন হে জ্ঞানী যাবে না ক্ষয়ে।।
বিদায় ক্ষণে প্রিয়, ক্রন্দন কত জনা
আসময়ে হলো তোমার শেষ ঠিকানা।
০৭/২৫/২০১৫