(নিখোঁজ সাব্বির হাসানকে)
সমুদ্র বিলাসের নীল নীলিমা-
হাতছানী দেয় অচেনা দেখার তপ্ত প্রহর,
ঢেউয়ের আমন্ত্রণে উদাসী মনে
ক্ষণিকের পালে ভাসে তারুণ্যের উচ্ছ্বাস।
ইটের গহীনে জমে থাকা কঁচি প্রাণ
আলোকের আহবানে নিঃশ্বাসে-বিশ্বাসে
সমুদ্র ক্ষণের নীলিমায় ভেসে থাকে
একটি স্বপ্ন, একটি তারুণ্যের গান।
মানুষের মনের গহীন আঁধারে
বাস করে সায়ানিক পিলের প্রেতাত্মা।
শান্ত-নিমগ্ন জল রাশির আবরণে ভাসে
তারুণ্যের টুকরো টুকরো স্বপ্ন-
মানুষ্য নামের অমানুষের অন্ধকার গিলে খায়
মায়ের মুখের হাসি!
জোছনার প্রাণহীন পৃথিবী নীরবে
প্রত্যক্ষ দর্শনে প্রেতাত্মার নগ্ন নৃত্যে,
অজানা-অচেনা, অজানায় থেকে যায়!
অপেক্ষিত মায়ের প্রতিক্ষিত মুখ-
ঝলসে উঠে পত্রিকার পাতায় পাতায়!
০৫/২৯/২০১৫