(কবি নজরুলের ১১৬তম জন্ম বার্ষিকীতে)

কি সুর বাজালে আজিকে প্রভাত ক্ষণে;
তব শুদ্ধ কিরণে, কর্ণ ভেদী প্রান্তরে
হৃদয়াসনে জাগ্রত  এ মুগ্ধ মননে,
উন্মোচিত প্রিয়া সজ্জিত এই অন্তরে।।
ধর্মের বলয়ে পাষাণের লীলাভূমে;
কেবা হুংকারে এ বাঁশের বাঁশরী লয়ে?
রণাঙ্গনে মৃত্যু ক্ষুধা মাতৃ পাদ চুমে,
আজন্ম দুখী, বহে দুঃখের বোঝা বয়ে।।

স্বদেশের দুয়ারে ভালোবাসা বিলায়ে;
অগ্নি পুরুষ ক্ষণে, ক্ষণে প্রেমিক বেশে
কাব্যভূমে করে চাষ, তব কাব্য জয়ে,
আনন্দ-বেদনা ছিলো সর্বকালে পাশে।
সুর-ধ্যানে, যজ্ঞ নিবেদনে সদা তুমি,
যুগ-যুগান্তের ধন্য ধন্য তব ভূমি।।

০৫/২৫/২০১৫