নিষ্ঠুর সৈনিকের চাবুকের আঘাতে-
ক্ষতবিক্ষত যিশুখ্রিস্ট,
প্রশান্তির হাসির আকুল চাহনি,
ক্ষুধা-লজ্জা-অপমানের বেদনায়
মুখে ক্ষমার বাণী।
অভাবের তাড়নায় বুভুক্ষু কৃষক,
গতরে অবহেলার রুগ্ন ছাপ,
শূন্য ভিটায় ধু ধু বালুচর,
লাঙলের ফলায় জং ধরা ভালোবাসা
শূন্য গোয়ালে অচেনার বসবাস,
পিঠের ওপরে জমিদারের চাবুকের চুম্বন!
উত্তর আধুনিকতায় বিজ্ঞানের ভূমে
কলম চলে জ্ঞানের বিশাল বক্ষে,
জ্ঞানের সুধা পানে লক্ষ-কোটি জনে
আলোক মশাল লয়ে লাল-সবুজ নিশানে
এগিয়ে যায় দেশ, এগিয়ে যায় আগামী।
আধুনিকতার ছলে রাজনীতির বচনে,
চাবুকের জিহ্বায় লেখক-কবি-শিক্ষকের রক্ত!
কথায় চাবুক, কাজে চাবুক, নীতিতে চাবুক!
চাবুকের রাজনীতিতে পেতে দেই বুক
বিবেকের দংশনে।