আস্তাকুঁড়ে জন্ম নেওয়া তীব্র অবহেলা;
আগলে রাখা শীতল দিনে উষ্ণ ক্ষণে
অনাহারী-নানা ব্যাধি বিধাতার খেলা
জমে থাকে যুগে যুগে দুঃখ সুপ্ত মনে।
কর্ম শ্রান্ত অবশেষে কাজের পরে মা;
তৃপ্ত সুখের হাসি আগলে রাখা বুকে
পিতৃহীনা এমন দিনে থাকবেই কেবা?
নিত্য মনে একা সে যায় ছবিটা এঁকে!
জীবনযুদ্ধে যায় সে একা একা লড়ে;
ঢাল বীণা যুদ্ধ দিনে সাঙ্গ হলো আজ
কে শোনে দুঃখের বয়ান কে যাবে পড়ে?
কার হবে দুঃখ-মায়া কার হবে লাজ!
একটি শিশু আজ মাটিতে মাকে এঁকে,
পরম যত্নে ঘুমায় একা তার বুকে।