গোলাম গেলো, মোল্লা গেলো
কামরুজ্জামান গতকাল,
ইহকালে রক্ত খাইছে
দোজখ এখন পরকাল।
পাকিস্তানের চামচা ছিলা
কইরা দেশের সর্বনাশ,
টাইগার বাংলা ক্ষ্যাপছে এবার
দিচ্ছে কেমন আইক্কা বাঁশ!!
মুক্তিযোদ্ধা চাচা আমার
কাইন্দা কাইন্দা চাইয়া রয়,
সাঈদী-নিজাম ফাঁসি দিমু
তবেই হবে আমার জয়।
মুক্তিযোদ্ধা আইছে ফিরা,
পালা এইবার পাকি চর,
জয় বাংলার ধ্বনি দিয়া
ধর রাজাকার, জাইত্যা ধর।