প্রবাসী ক্ষণ
একটি সূর্যোদয়ে
এ বাংলাদেশ।

তপ্ত বৈশাখ,
মোয়া-মুড়কি-মেলা
পান্তা লাগে কি?

অঙ্গার দেহ,
বিবেকের দংশন,
কে নেবে দায়?

চোরা চাহনী
বাতাস শুকে গন্ধ
কষ্টের রাতে।

০৩/২৮/২০১৫