আমার সুর সাধনায়, ধ্যানে-মনে-
সকালের উষার লগনে, পাখীর কলতানে,
অচেনা গাঁয়ের মেঠো পথের নিস্তব্ধ বিকেলে,
মনের গহীনে চিরচেনা সুরে
ডাকি যে তোমার প্রিয় নাম ধরে।

হৃদয়ে জমানো অব্যক্ত কথামালা,
পুঞ্জিভূত মেঘের দম্ভ-গর্জনে
রিমঝিম বৃষ্টির তানপুরার তারে
অস্থায়ী কিংবা অন্তরার ছন্দালোকে,
ডাকি যে তোমায় প্রিয় নাম ধরে।

কাজের শেষের ক্লান্ত বেলায়-
নিষ্ঠুর সময়ের ঘড়ির কাঁটায়,
ধূমায়িত চায়ের শেষ চুমুকে
এক চিলতে হাসির মুগ্ধ ক্ষণে-
ডাকি যে তোমায় প্রিয় নাম ধরে।

কাব্যভূমের আঁকা-বাঁকা পথে-
শব্দ-ভ্রমরার সুক্ষ গাঁথুনিতে,
ছন্দগাঁথা জাদুর ছন্দে-নিত্য
কবির কলমের কালির ফোটায়-
ডাকি যে তোমায় প্রিয় নাম ধরে।

০৩/১৫/২০১৫