(আন্তর্জাতিক নারী দিবস)

জীবের ভিতরেই জীবনের স্পন্দনে;
কে তুমি সযতনে আগামী সুখ পথে
নাড়ীর বন্ধনে ধীরালয়ে সঙ্গোপনে
কষ্ট-সুখে প্রত্যাশিত এই ছোট রথে।।
আযানের শুভক্ষণে পাখী ডাকা ভোর,
ক্লান্তহীনা হস্ত চলে একা নিরবধি,
পরিজন দিবে ডাক, দেবে খোলে দোর
ভালোবাসা নাহি জোটে হয় ভুল যদি।।

সেবার তরে কোমল হৃদয় খনিতে;
সদা হাস্য মুখে দেখায় বাঁচার আশা,
মায়ায় ভরা ভালোবাসা সেবা সঙ্গীতে,
আশাহীনের একাকিত্বে একান্ত দিশা।
আজ, তোমার দিনের শুভ কামনায়,
গর্জে উঠুক দুর্গা সুখের সীমানায়।।

০৩/০৭/২০১৫