আমার বসন্তের দিনের সর্ষে বনের প্রান্তরে,
বাঁধাহীন সময়ের উড়ে চলা মন
তোমার সখ্যতায় দুর দিগন্তে ছুটে যাই
বন্ধনহীনা অজানার পথে।
এক ঝাঁক নতুনের অবগায়ণে,
মৌমাছিদের নির্ঘুম ক্ষণে ক্লান্তহীন সঞ্চয়ে
ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসার স্তুপের পরতে
খুঁজে ফিরি আমার শৈশবের আঙ্গিনা
কোকিলের ডাকে পলাশের উন্মোচনে
মুগ্ধ নয়নে অপলক সকালে
স্নিগ্ধ মেঠো পথের বাঁকে ধরি হাত
হলুদ বসন্তের দিনে।
মন রাঙ্গানো দিনে, রঙ্গিন হাওয়ায় তালে,
এসো মাখি, আনন্দের ঢেউয়ে, ভরা জোয়ারে
সাদা-কালো হোক রঙ্গের আবর্তে মোড়ানো
নতুন দিনের, নব গগণে জ্বলে উঠা
নব নব নব রঙ্গিন ভৈরবী সুরে।
০৩/০১/২০১৫