আবার হায়েনার আঘাতে ক্ষতবিক্ষত যিশু!
নিষ্ঠুর পশুদের হিংস্র থাবার, পিচঢালা পথ
রমনার সবুজ প্রান্তর, বইমেলার বইয়ের শব্দমালা
অগণিত পাঠকের হৃদয় থেকে
রক্তের কান্নার স্রোত ভাসে সারা বাংলায়।
বায়ান্ন-একাত্তর থেকে দুই হাজার চার,
দুই হাজার তেরো, আবার দুই হাজার পনেরো!
আমি কার কথা বলব? কাদের নিয়ে লিখব?
লক্ষ-কোটি বঙ্গ সন্তানের রক্তকণিকার কান্না
আজও থামাতে পারিনি। পারিনি নিতে শোধ!
হুমায়ুন আজাদ থেকে রাজীবের আত্মারা
আর কত কষ্ট পাবে পাপিষ্ঠের আঘাতে?
কত রাত, ঝরবে কালি নির্ঘুম কবির কলমে?
ব্লগ থেকে ব্লগে আর কত লেখায় উঠবে প্রতিবাদ?
ধর্মের নামে চাপাতির আঘাত
আস্তিকের সীমানায় জমে রক্ত-মাংস!
আমার কলম থেকে প্রতিবাদী হুংকার—
অভিজিৎ রায়ের রক্তকণিকা থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে
জন্ম নিবে কোটি কোটি
কলম সৈনিকের দুর্জয় ঘাঁটি!
কে তখন রুধিবে আমায়?
(অভিজিৎ রায়কে শ্রদ্ধাঞ্জলি)
২৭ ফেব্রুয়ারি ২০১৫