অমন কইরা দেখোনা মাঝি, জোয়ার-ভাটার খেলা,
উথাল-পাতাল ভরা গাঙ্গে, ভাসাইলে কেনে ভেলা?
ভরা জোছনায় মাঝ নদীতে, উঠাও কেনে পাল,
প্রেমের বাতাস, ঢেউয়ের মেলা, মাঝি ধইরো কিন্তু হাল।
শক্ত হাতে বইঠা লইয়ে, সূর্যস্নানের পরে,
সাঁজ-দুপুরে কোকিল ডাকে মাঝির ভাঙ্গা ঘরে।
০১/২৮/২০১৫