আকাশের মেঘের ডানায় ভর করে মা এলেন,
এলেন বিদ্যা নিয়ে, বুদ্ধি নিয়ে,
আমি বিমোহিত মুদ্ধ নয়নে দেখি,
আমার জ্ঞানের ক্ষুদ্র কনিকায় জন্ম নেয় একটি মানুষ,
পরিশুদ্ধ একটি মানবতা,
ধুয়ে যাওয়া বিবেকে জন্ম নেয় শুভ্র আলো,
আমি দেখি মানব কল্যাণের একটি ভূবন।
নয় হানাহানি, নয় রক্ত
একটি জাতীয় শুভ বুদ্ধির বারতা লয়ে
মায়ের জলসিঞ্চনে আমি বিধৌত কবি।
০১/২৪/২০১৫