চিরচেনা শৈশব বদ্ধ দহন মনে;
তৃপ্ত দিনের বাঁধাহীন কোন বিকেলে,
উঁকি দেয় বারে তব অবসাদ ক্ষণে
মিশে যাই নিত্য পুলোকিত নোনা জলে।।
ক্লাশের ফাঁকে জানালার ধারে সুদূরে;
শুভ্র বস্ত্রে রোদেলা পথে একাকী ছলে,
মনে দ্বিধা-ভয়,ঐ সুদূরে দেখে ফিরে,
যত্নে রাখা হাতের তালুতে উঠে দোলে।।
আড্ডা জোয়ারে পদ্মপুকুরে ভাসা ফুল;
সুখের ঠিকানায় খোলা আকাশে ভাসে,
আগামীর দিনের ছোট্ট বসত কুল,
সুখের দিনের দুঃখগুলো রয় হেসে।
সুন্দরতম পিছনের কথা সহসা,
সামনের ক্ষণে চলার পথে ভরসা।
০১/২০/২০১৫