(প্রিয় কবি প্রনব মজুমদার দাদার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ উপহার)
সেই দিনের বুধবারে বৈরাগী হাটের বটগাছ,
সদ্য ক্ষেত থেকে উঠে আসা কৃষক,
টাকটা সব্জির মিষ্টি গন্ধ, পেঁয়াজের ঝাঁঝ,
ডাব্বার গরম গরম নিমকি-মুরলী ভাজা,
আমারে করিল বৈরাগী।
দরগা তলার শিরনি খাওয়ার লোভটা
যতটা না তীব্র, তার চেয়ে বেশী টানে
সেই রাণী বুবুর নিশি রাতের কান্না ভেজা গান।
লালন জীবনের সাথে সঙ্গত করে চলি পথ,
কাব্যিক ভূমে দেখি অঙ্গুরিত আশা দেবী!
আমারে করিল বৈরাগী!
পদ্মা পাড়ের নকিব মাঝির গানে,
কবি গানের কাব্যিক আসর, পালা গান,
উদাসী বাউলের এক তারার টুং টাং,
বারী সিদ্দিকের বাঁশের বাঁশির সুর
কুদ্দুস বয়াতীর ঝাঁকড়া চুলের খেলা,
আমারে করিল বৈরাগী।
আমার হাতের কাব্য ঝুলি,
আজ, আমারে করিল বৈরাগী।
০১/১৭/২০১৫