শীতের দেশে, পৌষের মাসে বাংলা পিঠার আয়োজন,
সাত তারিখের পিঠা মেলায়, বন্ধু তোমায় প্রয়োজন।
সাত সকালের পিঠা-পায়েস বাংলা মায়ের দিনে,
প্রবাস বসে, ভাবছি কেবল দেশের ভালোবাসার টানে।
কর্ম-ব্যস্ত, ক্লান্ত দিবস যাচ্ছে সময়, যাচ্ছে দিন,
যাইনি ভুলে সেই সব দিনের, তোমা ছাড়া মূল্যহীন।
পৌষ মাসেতে পিঠা উত্সব, বৈশাখেতে মেলার ভীড়,
ভাষা দিবস, স্বাধীনতা, বিজয় উত্সব বঙ্গ বীর।
ঈদ-পূজাতে দল বেঁধে ভাই, বড়দিনের উল্লাসে,
সুখে-দুখে এক পতাকায় এক জমিনে রই পাশে।
বাংলা গানে, বাংলা নাচে, বাংলা পোষাক, সুখী জন,
পিঠা মেলা ভার্জিনিয়া সকল বন্ধু নিমন্ত্রণ।
নোয়াখালীর পিঠা ঘরে নানান পিঠায় বিন্নি ধান,
ভাবি বলেন, 'ও ঢাকাইয়া মজার পিঠা খাইয়া যান।'
চাটগাঁইয়া ভাই হেসে বলে, আঁই তো কিছু বলতে চাই,
চাটগাঁর পিঠা স্বাদে-গন্ধে, খাইলে বলবেন আবার খাই।
কুমিল্লার ঐ পিঠা ঘরে ঠেলা-ঠেলি টেকা দায়,
বিচারকদের মাথাই নষ্ট কোন ভাবিকে ফার্স্ট বানায়।
ফ্রেন্ড-ফ্যামিলির আয়োজনে চলছে মহা উল্লাসে,
ফেব্রুয়ারীর ভাষার মাসে ঘরে পিঠার বিলাসে।
আবু রুমির ঘুম যে হারাম, আক্তার হোসাইন মাথায় হাত?
শাহ মাহমুদ, নূরুল আমীন ওদের কথা দিলাম বাদ!
সাত তারিখে হচ্ছে দেখা জোরসে বলো পিঠাউত্সব,
আমেরিকায় জাগবে বাংলা, দিকে দিকে একই রব।
০১/১৫/২০১৫