সর্ষে বনে ফুলে-পাতায় ভোর বেলায়;
শিশির সিক্ত দুর্বা ঘাসের জল খেলা
মেঠো পথে খেজুড় রসের ছোট্ট গাঁয়
হাতের পরে হাতটি রেখে যায় বেলা।।
হলুদে রং, ক্ষেতগুলো সব আড়চোখে,
কে যায় দূরে একলা পথে খালি পায়?
মনের কোনে জমিয়ে রাখা সুখ মেখে,
খোলাকাশে আবির মেখে সুখ বিলায়।

সোনার দেশের চিত্রকরের রং তুলি;
পৌষ সকালে খেজুর রসে সিক্ত মন,
আপন মনে ক্যানভাসে যে জুঁই-বেলী,
ছবির সাথে কথা মালায় সারাক্ষণ।
এমন মধুর গাঁয়ে জন্ম নিয়ে আমি,
ধন্য হয়ে বারে তোমার চরণ চুমি।।

০১/১৪/২০১৫