ভয়াল অন্ধকারে ক্ষীণ স্পষ্ট একটি কন্ঠ!
বাঁচার আদম্য বাসনা চেয়ে রয় উর্ধ্বপানে
এই বুঝি নেমে আসে আশার রশি,
হাতটা কাঁপে তব আশায়,
রশি করে খেলা, অবহেলার জলে।

বুদ্ধিজীবি, প্রকৌশলী, ফায়ার বিগ্রেড মাথাওয়ালা,
ব্যস্ততার ঘোলা জলে কাঁটে সাঁতার,
উত্সুক চোখ খুঁজে ফেরে প্রাণের সন্ধানে
মৃদু আলোর পরশ বুলায় কোন অন্ধকার।
সাধারণ থেকে অসাধারণের হাতে খেলার রশি!
রশির খেলা, ক্যামেরার খেলা, আলোর খেলা দেখে
আমার চৌষট্টি হাজার বর্গমাইল!
দেখেনা শুধু মহাজনের চোখ!

অবশেষে গোল শুন্য খেলায় হতাশারা ফেরে ঘরে,
জেগে থাকা আশার পথিক দল,
বুদ্ধিহীনদের অক্লান্ত সাধনায়
নিস্প্রাণ শিশু জন্ম নেয় পতিত পাইপের জঠরে!
মানুষ দেখে দেহ, কেউ দেখে রাজনীতি
কেউ দেখে দায়বদ্ধতা!
আর মন্ত্রী দেখে টিকটিকি!

যাকে নিয়ে দেখাদেখি,
সে কি বুঝে?

১২/৩০/২০১৪