(প্রিয় কবি দেবাশিস সেন)
নিদ্রা নিয়ে তোমার শেষ কবিতাটুকু পড়লাম;
সময়ের ব্যস্ততা, দিক-বিদিক ছুটে চলা পথে,
ক্ষনিকের দেখার মাঝে,
কবিতার সাথে সমস্বরে কথা বলা।
কত আনন্দ-বেদনার সঙ্গী হয়ে
আসরে দেখেছিলাম তোমার কলমের দাপট
মন্তব্যের ছড়াছড়ি, উত্তরের সারল্যতা।
ডিসেম্বর চৌদ্দ, আর দেখা হয়নি;
নিদ্রা নিয়ে তোমার কবিতা
আজ চিরনিদ্রায় তোমার বসবাস!
একি হবার কথা ছিলো বন্ধু?
সময়ের বেদনার পরশে বিচলিত মনে
তোমার কবিত্বকে জানাই সহস্র সালাম।
তোমার কবিতা চির উজ্জ্বল হয়ে
জ্বলে উঠুক প্রিয় কবিতার আসরে।
ছিলে তুমি প্রিয় তালিকায়,
আজও আছো, থাকবে চিরকাল।
১২/১৪/২০১৪