লাঙ্গলের ফলায় নতুনের নির্যাস,
মাটির গহীনে পুলোকিত-রোমাঞ্চিত ধ্যানে
ধমনীর সঞ্চালনে বাড়ন্ত চঞ্চলতা
করে খেলা আপন ভূমে।

আলোকের শিশির ভেজা ভোরে,
অদেখা মনে উঁকি দেয় বিস্তীর্ণ প্রান্তর,
বাতাসের শিয়রে মাথা বুলায় ক্ষণ,
সময়কে ভেদ করে দেখা দেয়
আগামীর চির নতুন কচি প্রাণ।

১২/০৯/২০১৪