কাকা আগে বাড়িতেই ফিরে যান,
ঘরে লাগে স্বস্তি,
দাদাগিরির জোরে কাকা
নিয়েছিলো বস্তি।
জাল টাকার বেড়া জালে
পড়ে আছে আটকা,
মানব দেহে পশুর বাস
মনে লাগে খটকা।
রাজউক এর নাম লয়ে
এক দুই তলায় করে সাইন,
চোর-বাটপার ঘুষ খেয়ে
বলে, 'স্যার ফাইন ফাইন।'
দুই তলার নাম লয়ে
দশ তলায় আড্ডা,
ঘটনাটি ঘটেছিলো
চাটগাঁ ও বাড্ডা ।
নীচ তলায় শোর রুমে
নামি-দামি পন্য,
দুই-দশে কাজ করে
করে না কেউ গন্য।
গার্মেন্টসে টাকা উড়ে
ঝড়ে পড়ে কত ঘাম,
'মেইড ইন বাংলাদেশ'
ওর কেন নাই দাম?
'শ' টাকা মাইনে
কোটি টাকার যন্ত্র,
এসি রুমে শুইয়ে কাকা
পড়ে কু মন্ত্র।
দুখে কষ্টে যায় দিন,
ভগবান চেয়ে রয়,
এই বুঝি পাপাচারের
রাজ্যটা হবে ক্ষয়!
অবশেষে এলো দিন
এক ঝাঁক স্বপ্ন,
ঝুপ করে নূয়ে পড়ে
কোটি টাকার রত্ন।
আশাগুলো মিশে যায়
ইটাবালির গতরে,
সারা দেশ কাঁদে বসে
কাকা হাসে ভীতরে।
১১/২৯/২০১৪