এতোটুকু হাওয়া বহিছে আমার দুয়ারে;
সোনালী ধানের ক্ষেতের পরশে
কৃষকের বুকের পাজরে বিজয়ের রক্তস্রোত।
আগামী দিনের নতুন ভোরের প্রত্যাশায়
পল্লীবধুর এক চিলতে সুখের হাসি।

তালপাতার নীড়ে সুখেরা করে বাস;
পাখীর কুঞ্জনে পত্র-প্ল্লবে জাগরণে
মিশে যায় আমার গাঁয়ের নবান্নের কলতান।
ধূলো মেখে চিরচেনা পথে পাঠশালার আমন্ত্রণ,
কি সুখ, কি দুঃখ, থেমে না থাকা কচি প্রাণ
ছুটে চলে সম্মুখে গেয়ে জীবন যুদ্ধের গান।

নদীর ঘোলা জলে বিধৌত জঞ্জাল;
নতুন ধানে সোনালী শিশির জলে,
আশার আলো করে খেলা
সোনালী নীড়ে বেলা অবেলা।

নবান্নের উত্সবের দিনে;
এসো মিলে একাকার, এই সুখ বন্ধনে,
ছোট গাঁয়ের সবুজের সনে।

১১/২২/২০১৪