তোর হৃদয়ে স্বপ্ন বোনা, তোর হৃদয়ে আনাগোনা
তোর হৃদয়ে লেনাদেনা, তোর হৃদয়ে গদ্যখানা।
তোর হৃদয়ে বাঁশির সুরে, সকাল-দুপুর অচিনপপুরে,
তোর হৃদয়ে ঘুরে-ফিরে, তোর হৃদয়ে কাব্য পুড়ে।
তোর হৃদয়ে শাখায়-লতায়, উঠছি বেয়ে যেথা-সেথায়,
তোর হৃদয়ে দিব্য মাথায়, তোর হৃদয়ে গানের খাতায়।
তোর হৃদয়ে আঁচল পাতি, যখন-তখন মাতামাতি,
তোর হৃদয়ে জ্বেলে বাতি, তোর হৃদয়ে রীতিনীতি।
তোর হৃদয়ে সুর-ছন্দ, শেষ সীমানায় বাংলাবন্দ,
তোর হৃদয়ে সব আনন্দ, তোর হৃদয়ে সুখানন্দ।
তোর হৃদয়ে হাসনাহেনা, গন্ধ নিতে নাই তো মানা,
তোর হৃদয়ে সোনাদানা, তোর হৃদয়ে ছেঁড়া তেনা।
তোর হৃদয়ে ঘুড়ি উড়াই, রঙ্গীন সূতায় লাটাই ঘুরাই,
তোর হৃদয়ে প্রাণ যে জুড়াই, তোর হৃদয়ে আমার বড়াই।
তোর হৃদয়ে জোছনা মাখি, ভরা চাঁদে তোকে দেখি,
তোর হৃদয়ে পরান পাখী, তোর হৃদয়ে কাব্য লিখি।
তোর হৃদয়ে উতাল হাওয়া, মাটির সুরে গান যে গাওয়া,
তোর হৃদয়ে তোকে পাওয়া, তোর হৃদয়ে আধ শোয়া।
তোর হৃদয়ে নেশায় মাতি, ঝড়-বাদলে একটি ছাতি,
তোর হৃদয়ে ডিঙ্গি নায়ে, মাঝ দরিয়াই যাচ্ছি বেয়ে,
তোর হৃদয়ে নূপুর পায়ে, তোর হৃদয়ে ডানে-বায়ে।
তোর হৃদয়ে নিত্য খুঁজি, তোর হৃদয়ে করছি পুঁজি,
তোর হৃদয়ে ভালো সাজি, তোর হৃদয়ে আমার বাজি।
তোর হৃদয়ে তুমি-আমি, একই সাথে উঠি-নামি,
তোর হৃদয়ে বারে নমি, তোর হৃদয়ে চল না থামি।
১১/১৯/২০১৪