কৃষ্ণচুড়ার লাল পাখা অভিনন্দনে;
প্রবেশ দ্বারে শত মুখের আগমনে,
নব চেতনা-বিশ্বাস লয়ে এ গগনে
জীবন বাঁধিব আগামী দিনের সনে।
ক্লাশের ফাঁকে ব্যস্ততা নেই অবসর,
ক্যুইজের কোলাহলে ছুটে চলা মন,
কঠোর শাসন-নিয়মের এই ঘর,
নিরাপদে-ভালোবাসায় কেঁটেছে ক্ষণ।।
নাট্য ক্লাব-আবৃত্তি ক্লাবের কতো হৈচৈ;
ছায়াঘেরা সবুজ আঙ্গিনা ছুটে চলা,
বর্ষা বৃষ্টিস্নানে চারিদিকে জল থৈথৈ,
তারুণ্যের নদী মাঝে চালিয়েছি ভেলা।
সময় গিয়েছে চলে দূর পথে মোরা,
নবকে বেঁধে রাখিস আগামীর তোরা।
১১/১৬/২০১৪