সময়ের প্রান্ত বিকেলের শেষে,
আকাশের লাল রোদ্দুরে উঁকি দেয় মন,
শিশিরের বিন্দু জলে নূয়ে পড়া শাখা,
পথের কিনারে শুকনো কলমী লতা,
কাঁদা সিক্ত মেঠো পথে কিশোরের খেলায়
ঘরে ফেরে সাদা বক আকাশ নদে।
আমার গাঁয়ের প্রান্তরে সোনালী আভা,
মুগ্ধ কৃষকের হাতে মুঠো মুঠো সুখ,
কাস্তের অগ্রজে ঘরে ফেরার ক্ষণে
মাথার উপরে সুখ রাশি রাশি
ছুটে চলে দলে দলে আঙ্গিনার কুলে।
উত্তের মৃদু হাওয়ায় মনের গহীনে,
প্রত্যাশিত দিনের নব দিগন্ত মাঝে
বাসা বাঁধে ছন-বাঁশের ছাদ,
জোছনা আলো পরশ বুলায়
শ্যাওলা পরা আমার ভাঙ্গা ঘরে।
সোনালী ধানের মুঠো মুঠো আঁটি,
পথ দেখাবে কোন এক পথিকেরে,
আগামী দিনের বেঁচে থাকার
কোন এক সোনালী সুখের ভোরে
এক টুকরো ভালোবাসা লয়ে।
১১/১৪/২০১৪