বন্ধু আমার বাংলাদেশে, তাই
পাঠিয়ে দিলাম টাকিলা,
কও তো বন্ধু এমন খাদ্য
কেমনে তুমি ধরিলা।
শখের বশে হুক্কা টেনে
ধূয়া মুখে গুজিয়া,
তাই না দেখে ছ্যাক দিয়েছে
রামপুরার ঐ রাজিয়া।
বন্ধু আমার স্বপ্ন দেখায়
স্বপ্ন দেখি আমরা,
স্বপ্নবাজের স্বপ্ন রাজ্যে
খাচ্ছি আঁটি-আমড়া।
চ্যানেল আইয়ে কাজ করে সে
ক্যামেরাতে কত সুখ,
অকারণে কেন যে খুঁজে
নিত্য নতুন সুন্দর মুখ!
স্বপ্ন বাজ-
রাগিয়া কয় না কথা
আসরের সাথে,
টাকিলার গন্ধে তাই
মাতে রোজ রাতে।