দীপ্ত পথের নতুন জানালায় বসে;
আগামী দিনের স্বপ্ন ডাকে বারে ফিরে
সুরের ঝ্ংকারে, মুদ্রা-লয় হেসে হেসে
কচি প্রাণে জাগে দোলা দেহ মন ঘিরে।
চলেছে বিধুর পথে প্রত্যাশিত ভোর,
সহসা ধরে হাত লক্ষ-কোটি তারকা,
রিনিঝিনি নূপুরের মুক্ত-দীপ্ত দোর,
জ্বলে উঠে সমস্বরে, নহে কেউ একা।।
আকাশ ছোঁয়া তরঙ্গে ভীরু ভীরু মনে,
জেগে উঠা নদী তীরে সবুজ কাননে,
নীলে-সাদা মেঘে সোনালী রোদেলা ক্ষণে,
বিলায়ে শুদ্ধ সংস্কৃতি তোমাদের সনে।
গেছে পেরিয়ে তব সময় বহুদুরে,
দীপ্তকলার শুভক্ষণ আসুক ফিরে।।
১১/০২/২০১৪