(রেল মন্ত্রীর বিয়ের গান, সানাইয়ের সুরে)

বয়েসের কি দোষ! চুলে ধরেছে রং,
নীলাকাশের ধবধবে সাদা পালকের মতো,
চোখের কোনে জমেছে কালি, নির্ঘুম জোছনায়,
গতরে নেই জমানো মেদ, হাড্ডির সমান্তরালে ক্লান্তির বাসা
চামড়ার ভাঁজে ভাঁজে রোমান্টিকতা
ভারী ফ্রেমের চশমার ফাঁকে উঁকি দেয় নীলাভ তারা
ডায়াবেটিক, কোলেষ্টেরল, ব্লাডপ্রেসার, সুগার
ভালোবেসে বাঁধে ঘর সত্তোর বছরে সনে।
নিত্যদিনের ঔষধের নিষেধ পেরিয়ে
মন যমুনায় উঠে ঝড় রঙ্গীন স্বপনে!
নদীর জলে জোয়ার-ভাটার খেলা
ক্ষণে আসে, ক্ষণে যায় থেমে;
মনের জোয়ার রুধিবে কে?

মনের তাগিদে মন চলে যায় আঠারোর ঘরে,
ছুঁতে মন জাগে ভরা জোছনার গতর,
মাঘের উষ্ণতা ডাকে ইশারায়, বেলা অবেলায়
লাঠির জোরে পথ, মনের জোরে কামনা,
ছুটে আসে কোন এক জোছনা,
নব সাজে নব রূপে নিবীড় আলীঙ্গনে।

শুস্ক নদে মাঝি ধরে বৈঠা,
রোমাঞ্চিত দিনের ফুল ছড়ানো হাটে
গলুইয়ে গেলান দিয়ে।

১০/২৮/২০১৪