চাঁপা ফুলের চাপা গন্ধে মাতোয়ারা মন;
জুঁই-চামেলী মালা গাঁথে নিত্য,
ভোরের পাখীর কলতানে ঘুম ভাঙ্গা দিন,
নতুন আলোতে করি স্নান প্রাতে,
মালিনী সোহাগী মনে দোর গোড়ায়!

বাগানের মেঠো পথে কবিতার ছড়াছড়ি,
পুস্পরেণুর আবেশে কবিতার খাতা,
ঘ্রাণের মুগ্ধতার চলে কবিতা বচন,
ফুলেরা করে আস্বাদন ব্যাকুলতায়
কবিদের দুর্বাঘাসে নব আলাপনে
মৌমাছি সঙ্গ দেয় মধু আহরণে।

এ নয় কবিতার বাসর, এই তো কবিতার আসর,
না হো অমঙ্গল, না হোক দ্বন্দ্ব,
রাখী বন্ধনের ভাই ফোঁটা,
পড়ুক ঝাটা মন্দের দুয়ারে,
মনের বাসনায় করি জপ নিত্য প্রভাতে
আমার ফুলেল ভালোবাসার বাগানে।

কোন এক অমাবস্যার রাতে,
মসির জোরে হবে বধ থাকি এই প্রত্যয়ে।

১০/২৬/২০১৪