সবুজ পাতায় লেখা চিঠি সবুজ মনে;
কোন এক বিকেলে পাহাড়ের গায়ে,
আকাশের শুভ্র মেঘের পালে ডাক টিকিট
বাতাস গাড়িতে ছুটে চলা পথে
পৌঁছে যাওয়া কোন এক ঠিকানায়।

প্রকৃতির খোলা সময়ের বাঁধাহীন পথে,
বৃষ্টির কলতানে জেগে উঠা প্রাণে,
দুটি পত্রের আগমন বারতা,
আলোকের বরণ মাল্য লয়ে বুকে
আকাশ পানে ছুটে চলে অদেখা মন।

বনে বনে শাখায় শাখায় নিত্য আনাগোনা,
মুগ্ধ পথিকের নিবীড় আনন্দিত মনে,
নিঁখাদ ভালোবাসা জন্মাবার মহৌষধে
পাখীর বাসার ছোট কোনে বেড়ে উঠে কপোত
একদিন উঠানে শান্তির পতাকা
আমার সবুজ গাঁয়ের মিছিলে।

প্রকৃতির নিয়ম বদলার খেলায়,
পত্রের গায়ে রঙ্গের খেলা,
সবুজ থেকে, লাল, আবার লাল থেকে হলুদ।
কোন এক বাতাসের সনে ঝরে যায়
মাটির ভালোবাসার টানে।

১০/২৫/২০১৪