সেদিনও পদ্মায় নেমেছিলো ঢল,
উত্তরের শান্ত শীতল জল তরঙ্গ,
বাতাসে-পত্র শাখায় পাখীর আনাগোনা,
গগনে উড়ায়ে যে কিশোর মন ঘুড়ি,
সন্ধ্যায় চায়ের আড্ডায় পল্লীঅ গাঁথা সুর,
খোলা ঊঠানে ঠাকুর মার ঝুলি
যাত্রা-পালার শ্যামা মেয়ের নাচ,
এ যেন চিত্রপটে আঁকা সবুজের গায়ে
এসএম সুলতানের লাল-সবুজের ক্যানভাস।

এমনি সময়ে আকাশের কোনে জমে মেঘ,
ঝোড়ের ঝাপটায় ডানা ঝাপটায় সাদা বক,
সমুদ্রে উঠে দশ নম্বর বিপদ সংকেত!
হায়েনারা চলে আসে খাঁচা ভেঙ্গে,
খুবলে খায় সবুজের ঘাস, ছিঁড়ে যায় লাল নিশান!
কবিতার কলমে ঝড়ে রক্ত,
প্রতিবাদী কলমে নতুন দিনের ডাক,
গায়কের মুখে বেঁচে থাকার গান,
কামার-কুমার-কৃষকের চোখে নতুন স্বপ্ন,
গর্জে উঠে শান্ত ঢেঊ, আছড়ে পড়ে,
সপ্তম বিশ্ব বেহায়াদের লালায়িত জীভ!

একদিন নদী হয় লাল, ভালোবাসার নীড়ে,
হায়েনারা লেজ গুটায়,
থেকে যায় দোসরের মৃত স্বপ্ন।

নর থেকে নরাধম,
পলায়ন জীবনের শেষ ঠিকানায়।

১০/২৪/২০১৪