নিষিদ্ধ গতরে ক্যান বা করিস পদ্মের চাষ?
পাতলা গাঙ্গে লাগে কি বৈঠা?
ঊঠে কি হাঁটু জলে,
মন উতলা ঢেঊ!
মাঝির হাওরে নেমেছে সন্ধ্যা চাঁদনীর আগমনে,
বাতাসের গন্ধে আজ মাতোয়ারা তক্তা-পাটাতন,
বান ডেকেছে নদীর গতরে!
ঢেউয়ের তালে সাঁতরে বেড়ায় উটকো গন্ধ,
চু, হাড়িয়া পাকস্থলিতে ঘোলা জল,
মাঝি আজ বড্ড বেশী খেয়েছে।
হাওরে জমিবে পলি স্বচ্ছ শান্ত জলে,
পদ্মপাতার ফাঁকে উঁকি দেয় ফুলকলি,
কচুরী পানায় আটকে থাকা বৈঠা,
মাঝি তাকিয়ে রয় অজানা বিলে।
নিষিদ্ধের জঠরে শুদ্ধের জোছনা,
আলো দেখে রাত, দিনের প্রান্তরে,
নৌকার পালে লাগে দোলা,
সম্মুখে জেগে উঠা চর,
বসতি গাড়ে কোন অচেনা বন্দরে।
১০/২২/২০১৪