বেনসন কিংবা গোল্ডলিফের তীব্র গন্ধ;
পাশ ফিরে দেখে বারে অচেনা পুরুষ,
চোখে আগুন! নাকি সিগারেটে!
নিমিষেই ছাই, বাতাসের গা ঘেষে!

জ্বলন্ত শেষাংশে চলে যাওয়া ক্ষণে,
আয় না, শেষ চুমূটা দিয়ে দেই।

১০/২২/২০১৪