কবিতার অজস্র শব্দমালায় নতুনের বসবাস;
আঙ্গিকের সীমানা পেরিয়ে,
উঠে গেছে ছন্দ-নদীর প্রাচীর
অক্ষরের পাতায় পাতায় জেগেছে বসন্ত,
কোকিলের গানে দক্ষিণা শাল বনে
শব্দালংকারের বাতায়ণে ফুলের ঘ্রাণ
বুদ্ধ পাঠকের মুগ্ধ ভাবনা আমি দেখি।
কবিতা থেকে কবিতা,
কবিতার শাখা-প্রশাখা বেয়ে
জল সিঞ্চনে প্রাণে জাগে নতুনের আগমন,
স্বচ্ছতার গভীর বলয়ে জ্ঞানের ভাণ্ডারে
পলি স্তরের কুঠরে সুখের বাস,
শব্দহীনা ঝংকারে আলোকিত তরি
পারাপারের প্রেমের বন্ধনে
বিলিয়ে যায় মুগ্ধতার পরশ বুলায়ে।
কবিতা বেঁধেছে ঘর শব্দনীড়ে;
আড়ষ্ট মনে জন্ম নেয়া কচি প্রাণ,
আগমনী সুরে সমুদ্র বিলাসে,
হাজার চোখের পুলকিত ঘরে।
মাধবী তুই না হয় থাক বেঁচে-
কবিতার আড়ত ঘরে, নিরালায়-নিভৃতে।
১০/২০/২০১৪