পড়ার টেবিলে উড়ো চিঠির আনাগোনা,
বসন্তে রাঙ্গা মন বইয়ের পাতা খূটে
উড়ে যায় উতলা হাওয়ায়!
ফেসবুক, চ্যাটিং জুবোথুবো কিবোর্ডের বাটন,
আজ যেতে চায় নির্বাসনে।
হাতের আঙ্গুলে ব্যথারা করে বাস,
চোখের কোনে ছবির্ ফ্রেমে আটকে থাকা
হাজারো স্বপ্ন পদ্মপাতার জলে করে খেলা।
সস্তায় কিনে নিয়েছে আজ,
সময়ের মেধা।
১০/১৫/২০১৪