মালবাহী ট্রাকে,
অভুক্ত পুলিশ
তাকিয়ে থাকে।

সোনালী ধানের
ভরা যৌবনে,
কি দেখে পোকারা?

কাঁটাতারের ফাঁক গলে
দুঃখেরা যায়
পালিয়ে।

কালো আঁধারে,
নিজের ছায়াও করে
অস্বীকার।

ঘুষ খেতে খেতে,
পৌঁছে গেছে ওরা
শ্মশান ঘাটে।

ভন্ডদের আস্তানা
শুধু সাধুর
মিলনমেলা।

১০/১৩/২০১৪