(একটি কাব্য সকালে মাত্র শেষ করেছি। পোষ দিতে যাব এমনি আমার ল্যাপ গেছে বন্ধ হয়ে! লেউ ঠ্যালে যামু কই! কবিতাটিও ভ্যানিশ! রাগে-দুঃখে যাতা লিখে পোষ্ট দিলাম। এটা কিন্তু কবিতা নয়। এটাকে বলি অভিমানিতা।)

কাব্যের জোয়ারে তখন জল টলমল,
শব্দেরা করে খেলা ছন্দের বানে,
ছন্দের উচু-নিচু পথে ছৈয়ের সাওয়ারী,
বদ্ধ কিংবা মুক্তাক্ষরের অবাধ সাঁতার
চুপি চুপি করে পান বুদ্ধ পানকৌড়ি
হঠাত----
নদের বুক ফুটো হয়ে-
শুষ্ক মরু ভূমি।