আমার গাঁয়ে নেই সবুজের আবরন;
খোলা হাওয়া থেমে গেছে তেষ্টার বিলে
নদীর জলে রক্ত লাভার খেলা
পুড়ে পুড়ে ছাই হয় জোছনা রাতের আলো!
অসভ্যদের হাসিতে কাঁপে পাটাতন
এষ্ট্রের ছাই উড়ে আমার কাব্যাকাশে
নষ্ট ফুলের ভ্রষ্টদের আনাগোনায়!

আমার কাব্য থালায় ঢেলে দেয় বিষাক্ত তামাক,
যক্ষ্মামন্ত্রে দীক্ষিত পুরনো মগজে
নষ্টেরা ভ্রষ্টের নৃত্যপুরে জলসার খোলসে।
হিংসার বটবৃক্ষে প্রেতাত্মারা করে বাস
ভয়ে আড়ষ্ট কলমের জমানো কালি!
বিবেকের মগজে জোড়াতালি মানচিত্র
নষ্টদের দখলে আজ ভ্রষ্টদের ছানা।

তবুও চলে কলম কাব্যের পুষ্প কাননে;
থেমে না থাকা বর্ণমালাদের চিতকার,
ভন্ডদের আড়তে পঁচা গন্ধ
ধূয়ে যায় ঈশ্বরের বারিঅধারায়।

নষ্টদের ভ্রাষ্টালয়ে আজ;
মগজহীনের গলিত মাংসপিন্ড।

১০/০৫/২০১৪