(একজন পাঠককে)
অন্তর শিয়রে বিজয়ার শুভক্ষণে,
ডাকিছে কুহু বানানীর সবুজ মাচার ডালে
মুগ্ধতার ছায় নীড়ে কে বাজায়?
চির চেনা সুরে চির চেনা গানে!
সঞ্চিতায় জমেছে রাগ, সঞ্চয়িতায় ভেলা;
কাব্য মালতি মাল্য ভূষণে হেরি
দুয়ারে গন্ধ তারার অগাধ মেলামেশা
তাপদাহে অঞ্চল শুকায়ে বায়ুরাজ
অবারিত মনপুরায় নিত্য বসবাসে।
নদীর ওপারে কাঞ্চনজঙ্গা বিহার;
এপারে ভৈরবী সুরে গীত সাধনায়,
বৈশাখী ঝড়ে কাব্য ধূলো মেখে,
গগনে তারার সনে করে খেলা তনুমন!
শারদা অবতার নীরবতার অঙ্গিনায়
খন্ড খন্ড আশার নিবু নিবু প্রদীপ,
আগলে রাখা সোনার কাঁকন মৃদুলয়ে,
উজ্জ্বলায় বিছায়ে গালিচা সান্ধ্যক্ষণে।
রেনুর পরে রেনুর নিত্য বাসে;
কোলাহল জমুক পাথরের দুর্বাঘাসে,
কচি প্রানে অঙ্গুরিত কোন প্রাতে।
১০/০৪/২০১৪