১।
মুখ ফসকে যায় বেড়িয়ে
নানা কথা,
মুখ বুজে হাসে কেউ
কেউ পায় ব্যাথা!
২।
নতুন করে ইতিহাস
যায় কি লেখা?
এমন একটা উদাহরণ
আমায় এনে দেখা!
৩।
কুরবানির হাটে কিনতে গিয়েছি
গরু,
দাম শুনিয়া যায় কুচকে
পাতলা-মোটা ভুরু।
৪।
পুজোর ছুটিতে খাইতে গিয়েছি
নাড়ু,
ওরে বাবা এইটা কি?
কাকার হাতে ঝাড়ু!!
৫।
ওবামার সাথে এক টেবিলে
মোদি,
পুলিশ লয়ে যাচ্ছে কোথা
জয় ললিতা দিদি?
১০/০২/২০১৪