১।
জল পড়ে মিছিলে,
সান্ধ্য সুরে
গভীর সীমানা।
২।
ঢাকের তালে,
কাহিল জীবনে,
এক ফোঁটা স্বস্তি।
৩।
ধূপের দানা পুড়ে,
গন্ধে ধুয়েছে
ময়লা জল।
৪।
দেবী তোর শাড়ির
ভাজে ভাজে
জোনাকী কি খোঁজে?
৫।
চঞ্চল পথিক মন,
রঙ্গীন ধূলো
জ্বলে বন।
০৯/৩০/২০১৪