দেবে মা আঁচল পেতে ভক্তি ভরে লয়ে;
আশিষ দানে, মনে প্রানে, প্রণতী বারে,
জয় জয় মা বলে উল্লাসে নেচে গেয়ে,
ঢাকের তালে সবে শ্রদ্ধা জানাই তারে।
ভালোবাসা-মহামিলন পাড়া-মহল্লা;
উলুধ্বনি-শংখ-শাঁখে সুরে সুরে গাঁথা,
অচিন পুরে গানে গানে বাজে বেহালা,
মায়ের পুণ্যে যায় যে চলে দুঃখ-ব্যথা।।

মা এসেছে মা জেগেছে তব দ্বার খোল;
বদ্ধ ঘরে আলোর আভা ছড়িয়ে পড়ে,
অন্ধ-পাষাণ মনা এবার চক্ষু তোল,
প্রসাদ লয়ে হৃদি মাঝে ভণ্ডামী ছেড়ে।
মা যাবে চলে আজ পেতে যাবে আঁচল,
থাক পড়ে জরা-জীর্ণ কাঁদা-মাটি-জল।।

০৯/২৮/২০১৪