মন ফসকে বেড়িয়ে আসা কাব্য নদী,
স্রোতের টানে ভেসে বেড়ায় শব্দ গহনা
কখনো দ্রুতালয়ের ভাজে ভাজে সেতারের ছন্দ
তানপুরার সুর সুধা করে পান বোদ্ধা গানওয়ালা।
জলপরী আলস্য সময়ে মুক্ত বিহঙ্গে
শব্দের মালা গেঁথে কাব্য ফলায়
শান্ত-শীতল নদী বক্ষে।

অচেনা কবি কক্ষ পথ ছেড়ে আসে বার বার,
কাব্যের ডালায় জলপরী ডাকে বারে,
কস্তরীরা হার মেনে যায় চেনা গন্ধে!
বেহিসেবী কবি উষ্ণ চুম্মন এঁকে দেয়
শব্দের গভীরতায়, পরম মমতায়।

কবি আসে ভোরের সিক্ত ঘাসে;
কবিতার চোরাকাঁটা রক্ত ঝরায়
কলমের ধ্যান-জ্ঞান-শিরা-উপশিরায়!
আজও কবি আটকে আছে চোরাবালির
গভীর থেকে গভীর সীমানায়,
কবিও আটকে থাকে-
দেহ-মনে অবলিলায়।

০৯/২৭/২০১৪