কুয়াশা ভেজা মনে সতেজ সকালের গান,
পদ্ম পুকুরে, ধু ধু বিলের গায়ে আলপনা
পাখীর মুগ্ধতা গানে গানে চিরচেনা সুরে
রাত্রী জাগা মায়ের গীত বন্দনা
একনামা সুরে, ঢাকের তালে তালে
আমি নিয়ত শুনি অচেনা দেশের
কোন এক নিশি জাগা পাখীর সনে।

আমার পরানে দেখেছি প্রতিচ্ছবি,
আমার গাঁয়ের ছেলেবেলার
ছোট নিমন্ত্রণে, তোমাদের বন্ধনে।

০৯/২৫/২০১৪