আকাশের কোনে মেঘেরা করে খেলা
নিরলস ছুটির সন্ধ্যায় প্রবাসের অঙ্গীনায়,
সময়কে হাতের মুঠোয় আবদ্ধ করা জীবন
কখনো থমকে যায় ক্লান্তির সীমানার প্রাচীর ঘেষে।
ফেলে আসা দিন, ফেলে আসা ঠিকানা
কখনো ভর করে মনের সুপ্ত কোনে,
মাঝে মাঝে মনের ডায়েরীর খাতার ভাযে খোঁজে ফিরি,
কবিতার আসর, গানের আড্ডা, সাহিত্য ভূবন!

সেদিনও সন্ধ্যায় বৃষ্টির ধারায়,
টিএসসি চত্বর, শাহবাগের সাহিত্য মেলা
কিংবা চারুকলায় প্রাণের বীণায় প্রতিধ্বনিতে
চলে যেত সন্ধ্যা আরতীর শোভাযাত্রা।

আজ, কতক বছর পরে,
বৃষ্টির অবগাহনে সিক্ত হলেম
সঙ্গীতের তারার মেলার আকাশে।

লোকজ, নজরুল, রবীন্দ্র এব্ং ঠুমরীর তালে,
আমার প্রবাসের আকাশে
আমি এঁকেছিলাম বাংলা-প্রাণের গানের
এক অন্যপৃথিবী।

০৮/৩১/২০১৪