মাতৃ জঠরে যতনে বেড়ে উঠা ভ্রুণ;-
দেখিবার আশায় স্পন্দন জাগা পানে,
কেমন আলোকের সোনালী শুভ ক্ষণ,
পাখীর গানে নাচিবে উচ্ছ্বাসিত প্রানে।
অনুভবে মাগো তোমার সোহাগ মাখা;
দুঃখ-বেদনায় হাসি মাখা মুখে হেথা,
সুক্ষ্ম-বন্ধনে পুলকিত আজানা দেখা,
উল্লাসিত পদাঘাতে বিন্দু বিন্দু ব্যাথা।
গির্জার মিনারে ঘন্টার ঐ প্রতিধ্বনি;-
উলু ধ্বনির গুঞ্জনে শংখ সুর-সনে,
মুয়াযিনের আযানে নববার্তা শুনি,
জন্মিলে ভবে তুমি, তব আনন্দ গানে।
শুদ্ধ বায়ু মনে-প্রানে তৃপ্ত স্বাদে নিলে,
প্রানের বদলে প্রান একা গেল চলে!
০৮/২৯/২০১৪