জাতির মুক্তির তরে এসেছিলে ভবে,
কণ্ঠে মায়ার সেতারের ঝংকারে
দিকগ্রস্থ পথিকেরে দেখাতে পথের ঠিকানা।
জাগতিক বৈসম্যের সীমানার বুকে দাঁড়িয়ে
উচ্চারিত তোমার বাণী আকাশে-বাতাসে,
থমকে যায় অত্যাচারের অগ্নি-বল্লম,
ফিরে দেখে বিবেকহীন মানুষ সম্মুখপানে।

মানবের অমানিশার দিন কেঁটে উঠে নতুন দিগন্ত,
পাখিরা ফিরে নীড়ে ভালোবাসার বসন্তে,
কোন সে অশরীর মানবের আহবানে?

অত্যাচারিত খরগ প্রাণ পায় পাপীষ্ঠের জোয়ারে,
নিস্প্রাণ পুরুষ দগ্ধ হৃদয়ে যায় চলে,
অন্য কোন ভূমে, শান্তি নিবাসে।

রয়ে থাকে তার বাণী অমৃত সদনে,
মানবের হৃদয় গহীনে।

০৮/২৩/২০১৪