জড়ায়ে বক্ষে রহিছে তনু শুভ ক্ষণ;-
কোন জনমে মন যমুনা তুলে ঝড়,
মায়া ভরা চোখে ছিলো সুক্ষ্ম বন্ধন,
উষ্ণ জোয়ারে বিশ্বাসে হয়েছো অনড়।
পঁচিশের মাদকতা ছোঁয়া লাগা মনে,
জাদুর সুরে গাঁথা মালা ভজনালয়ে,
সুখে-দুখে নোনা জলে রয়ে তব সনে,
আজি ক্ষণে দৃঢ় বন্ধন যায়নি ক্ষয়ে।।
জীবন বাণী লয়ে তব পুষ্প কাননে;-
পরাগ সোহাগমাখা চন্দ্রিমা কুঠরে
বৃষ্টি ভেজা আড়ষ্ট সময় এ মননে,
অঙ্গুরিত ফুলে-ফলে ভাসা এ জোয়ারে।
আজিকার নীরবে দেখি আগামী ভোর,
শেষ প্রান্তে সূর্যস্নানে, চিরচেনা সুর।।
০৮/২২/২০১৪